Posted on 30 Jan, 2019 04:10 pm

Likes - 0 633


যশোজিৎ বন্দোপাধ্যায়ের শর্ট ফিল্ম 'ওয়ান পয়েন্ট ফোর জিবি’

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে যশোজিৎ বন্দ্যোপাধ্যায় নতুন শর্ট ফিল্মে অভিনয় করছে| এই খুদে অভিনেতা এর আগে বড়পর্দায়  ‘অ্যাডভেঞ্চারস্ অব জোজো' ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতেছে| ১৫ মিনিটের শর্ট ফিল্মে অভিনয় করতে তৈরি হয়েছে এই ছোটো খুদে অভিনেতা| ছবির নাম 'ওয়ান পয়েন্ট ফোর জিবি'| ছবিটি পরিচালনা করছেন মানস বসু|

'ওয়ান পয়েন্ট ফোর জিবি' নামটা একটু আলাদা ধরনের শুনতে মনে হয়, যেন মোবাইল ডাটার মত | প্রতিটা মানুষ এখন মোবাইলের সাথেই বেশিরভাগ সময় কাটাই|  বসতে, উঠতে, খেতে, শুতে সবসময় মানুষকে মোবাইল চায়| মোবাইল যেন মানুষের জীবনের সাথী হয়ে গেছে| মোবাইল ছাড়া এখন আর কেউ চলতেই পারেনা| মানুষের আবেগ, অনুভূতি,ভালোবাসা,সম্পর্ক সবকিছু এখন মোবাইলের মাধ্যমে আদানপ্রদান হয়| আর এই কারনে মানুষের মানসিক দূরত্বটা অনেকটাই বেশি হয়ে গেছে| সামনা সামনি কথা বলার মজাই যেন হারিয়ে গেছে|

মাএ ১৫ মিনিটের এই ছবিতে তিন মুখ্য চরিএ অভিনয় করছেন| যশোজিৎ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন লাবণী সরকার এবং দেবলীনা দও| তিন মুখ্য চরিএ হল, ঋক, ঋকের মা মিমি, এবং ঋকের দিদা| ঋকের দিদার চরিএে অভিনয় করবেন লাবণী সরকার| মিমির চরিএে দেবলীনা দও এবং ঋকের চরিএে জয়জিৎ পুএ যশোজিৎ বন্দ্যোপাধ্যায়| সবাই জোজো নামেই এখন বেশি চেনে যশোজিতকে| ছবির শুটিং প্রাই শেষ হতে এসেছে| ছবি তৈরি হওয়ার পর বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠাবে বলে পরিকল্পনা করছেন ছবির পুরো টিম|