Posted on 07 Feb, 2019 10:40 pm

Likes - 0 630


রাজীব কুমারের চরিএে রাকেশ কুমার

পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় বাংলা সিনেমাতে একেবারে আলাদা ধরনের ছবি তৈরি করছেন| মাওবাদী আন্দোলনের উপরে ভিওি করে তৈরি হবে এই ছবিটি| এই প্রথম দেখা যাবে এই ধরনের ছবি| বাংলা সিনেমাতে বেশিরভাগ সাংবাদিকের লেখার উপরে ভিওি করে একাধিক ছবি তৈরি হয়|

কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার এই প্রথম দেবের সিনেমাতে কাজ করছেন| পুলিশ থেকে একেবারে সিনেমাতে| তবে তিনি নিজে এই ছবিতে অভিনয় করবেন না| পুলিশ কমিশনার রাজীব কুমারের চরিএে ছবিতে অভিনয় করছেন রাকেশ কুমার| একসময় রাকেশ কুমার কলকাতা পুলিশের এসটিএফের প্রধান ছিলেন|

সাংবাদিক চিএদীপ চক্রবর্তী ‘অপারেশন কেবিসি' নামে একটি বই লিখেছিলেন| এই বইয়ের ঘটনাকে  অভিনেতা দেব বাংলা সিনেমার পর্দায় দেখাবার তৈরি করছেন| দেব জানান এই বইয়ের ঘটনাটি তিনি পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের কাছ থেকে জানতে পারে| সাংবাদিক চিএদীপ চক্রবর্তীর লেখা এই বইতে কি আছে? সেটাই জানার বিসয়| সাংবাদিক নিজেই জানিয়াছেন, প্রায় ১২ বছর আগে কলকাতা পুলিশের একটি স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল| আর এর পর বেশ কিছু দুঃসাহসিক অভিজান তৈরি করে এসটিএফ| আর এর মধ্যে আছে লস্কর-ই-তইবা জঙ্গিকে গ্রফতার করা| এছাড়া আরও একটি ঘটনা আছে এর সাথে| একটি জাল নোট চক্রকে জালে পুরে ফেলার ঘটনা আছে|

২০০৯ সালে তৃনমূল সরকার ক্ষমতায় আসার পর জঙ্গল মহলে মাওবাদী আন্দোলন যখন চরম পরযায়ে পৌঁছেছিল, তখন এসটিএফ একটি গোপন অপারেশন চালায়| যার নাম ছিল 'অপারেশন কেবিসি'| বইয়ের ঘটনা এই অপারেশনকে ভিওি করেই| আর এই সিনেমাতে রাজীব কুমারের চরিএ অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে| ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় জানিয়েছেন অনির্বাণ নামে এক সাংবাদিক কিভাবে একজন পুলিশ অফিসার কিভাবে এই অপারেশনে যুক্ত হলেন, সেটা এই ছবির দারাই দেখানো হবে|