Posted on 05 Feb, 2019 06:10 pm

Likes - 0 596


ক্যান্সার দিবসেই ক্যান্সারে মারা গেলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা রমেশ ভাটকর

৭০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্য়াগ করলেন মারাঠি অভিনেতা রমেশ ভাটকর| প্রায় এক বছরের বেশি সময় ধরে তিনি ক্য়ানসারে আক্রান্ত ছিলেন| রমেশ ভাটকর একজন স্টেজ আর্টিস্ট ছিলেন| ক্য়ানসার দিবসের দিন তিনি ক্য়ানসার রোগেই দেহ ত্য়াগ করলেন| ৪ ফেব্রুয়ারি, সোমবারে মুম্বাইয়ের এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন| 

রমেশ ভাটকরের জন্ম হয়েছিল ১৯৪৯ সালে| তাঁর বাবা ছিলেন স্নেহাল ভাটকর,যিনি ছিলেন একজন জনপ্রিয় গায়ক| গানের সাথে সাথে তিনি সংগীতও পরিচালনা করতেন| এছাড়া তিনি একজন কম্পোজারও ছিলেন| বাবার মত রমেশ ভাটকরেরও অনেক গুন ছিল| অভিনয়ের সাথে সাথে সাঁতারু হিসাবেও তিনি খ্যাতি ছিলেন| 

অভিনেতা রমেশ ভাটকরকে অনেক রুপে দেখেছেন দর্শক| থিয়েটার আর টেলিভিশনে তিনি নাটক দিয়ে অভিনয়ে যাএা শুরু করেছিলেন| টেলিভিশন ধারাবাহিক 'কমান্ডার','হ্যালো ইন্সপেক্টর', দামিনী দিয়ে তিনি খুবি জনপ্রিয়তা পেয়েছিলেন| ধারাবাহিকে জনপ্রিয়তা লাভ করার পর তিনি মারাঠি এবং বলিউডের হিন্দি সিনেমাতে কাজ করেন| সম্প্রতি 'দ্য অ্যাক্সিডেন্টাল ইমমিনিস্টার'-এও তিনি অভিনয় করেছেন| ভারতের মহেরাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ভূমিকায়ও অভিনয় করেছিলেন তিনি| রমেশ ভাটকর ১০০ টির বেশি সিনেমায় এবং ৫০ টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি|

রমেশ ভাটকরকে হারিয়ে বলিউডের পুরো ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি শোকস্তব্ধ| মুম্বাইয়ের শিভাজি পার্ক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে|