Posted on 25 Oct, 2017 07:35 pm

Likes - 0 628


শুভ জন্মদিন কলকাতা মেট্রো

কলকাতা মেট্রো আজ ২৪ শে অক্টোবর পা দিল ৩৪ বছরে৷ ৩৪ তম জন্মদিনে শুভেচ্ছা ও ভালবাসা৷Happy Birthday Kolkata Metro৷ জন্মদিনটা আজও চোখের সামনে ভাসে অনেকের৷ ২৪ শে অক্টোবর ১৯৮৪৷প্রতিদিন ৭ লক্ষ মানুষকে নিজেদের গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে আজও ভরসার একটাই নাম, কলকাতা মেট্রো৷ ভারতের প্রথম মেট্রো রেল চলাচল শুরু হল পশ্চিমবঙ্গের কলকাতায়৷ না, তখনও কলকাতা ছিল ক্যালকাটা৷

বাংলার রূপকার তৎকালিন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়১৯৫০ সালে মাটির তলায় রেল যোগাযোগের কথা ভেবে ছিলেন |কিন্তু সেই সময় আর মেট্রো রেল প্রজেক্ট ফলপ্রসু হয় নি৷ ১৯৬৯ সালে তৈরি হল মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট বা MTP৷ এই প্রজেক্টে ছিলেন রাশিয়া ও জার্মান বিশেষজ্ঞরা৷ ৫ টি রাপিড ট্রানসিট মেট্রো রুটের প্রস্তাব করা হয়,  ১৯৭১ সালে প্রজেক্ট রিপোর্টে যার দৈর্ঘ্য হবে ৯৭.৫ কিমি৷যদিও ৩ টি রুট লাইন সিলেক্ট হয় প্রস্তাব অনুযায়ী প্রাথমিক পর্বে |

 ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী  ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর  কলকাতা মেট্রো রেলের ভিত্তি প্রস্থর স্থাপন করেন৷ ১৯৭৩-৭৪ সাল নাগাদ কাজ শুরু হয় |ভারতের প্রথম মেট্রো রেলের কাজ শুরু হল ভারতের তৎকালিন বাঙালি রেলমন্ত্রী এ বি এ গনিখান চৌধুরীর তত্ত্বাবধানে |

 মেট্রো ড্রাইভার তপন কুমার নাথ ও সঞ্জয় শীলের হাত ধরে শুরু হল এক রোমাঞ্চকর অধ্যায়৷১০ বছরে অনেক প্রতিবন্ধকতা জয় করে ১৯৮৪ সালের ২৪ শে অক্টোবর জন্ম নিল কলকাতা মেট্রো৷এসপ্লানেড থেকে ভবানীপুর (এখন নেতাজী ভবন) পর্যন্ত মাত্র ৩.৪০ কিমি রাস্তায় পথ চলা শুরু করল মেট্রো৷  এক নয়া অধ্যায় রচিত হল কলকাতায়  যোগাযোগ ব্যবস্থার |

 ২০০১ এ ক্যালকাটা হল কলকাতা৷নতুন নতুন দিক এসেছে ৩৪ বছরের জীবনে | Radio-Frequency Identification (RFID) টোকেন এসেছে ২০১১ তে  ম্যাগনেটিক টিকিটের বদলে |সময় বাঁচাতে , লাইনে দাঁড়াবার ঝামেলা এড়াতে এসেছে স্মার্ট কার্ড৷ 

 ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হয়েছে ১৯৭১ সালের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট বা MTP পরিকল্পনা অনুযায়ী |

 অনেক পরিবর্তন হয়েছে | হাওড়া থেকে সল্ট লেক জুড়বে | হাওড়া-শিয়ালদা, ভারতের দুটি ব্যস্ততম রেল স্টেশন মেট্রোর মাধ্যমে জুড়বে |কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত চলে যাবে এক্সটেনশন মেট্রো লাইন|এয়ারপোর্ট থেকে 

গড়িয়া পর্যন্ত যাবে |২০০৮ এর ৩০ শে জুলাই সবুজ সংকেত পায় ইস্ট-ওয়েস্ট মেট্রো কলকাতা মেট্রোর দূর্দান্ত সাফল্যের পর |পুরোদমে কাজ চলছে|

 পরিশ্রমের সময়ও বেড়েছে৷ মানুষের ভরসাও পাল্লা দিয়ে বাড়ছে |কলকাতা মেট্রোর এখন কাজ বেড়েছে  আমাদের ছুটির দিনেও |ইডেনে খেলা , পুজোর সময় ওভারটাইমও করতে হয়৷একসময়ের সঙ্গী পুরনো রেকগুলিকে বাদ দিতে হয়েছে  বয়সের ভারে দম কমে য়াওয়ায় |এসেছে চকচকে নতুন কামরা  পুরনো কামরার বদলে | এসি ট্রেণ বাড়ছে  ,  কমছে নন এসি ট্রেণ | আজও  চিরনবীন কলকাতা মেট্রো বয়স বাড়লেও|

অবসান হয়েছে ৩৪ বছরের বাম শাসনের |এসেছে পরিবর্তন| নতুন রূট তৈরী হচ্ছে | শহর সাজতে চলেছে কলকাতা মেট্রোকে সামনে রেখেই | আজও জ্যামের শহর কলকাতায় ভরসার একমাত্র নাম কলকাতা মেট্রো৷

 প্রতিদিন ৭ লাখ মানুষের আজও  তুমিই আশা ভরসা৷ মানুষের পছন্দের কলকাতা মেট্রো আরও ভালো থেকো| আরও ভালো পরিষেবা দাও৷  এর থেকে বেশি আর কি চাই জন্মদিনে |