Posted on 29 Oct, 2017 11:53 pm

Likes - 0 628


বাংলায় ফিরছে, ফের‘ভুতু’ তবে…

ভুতু একটি বাংলা ভাষা শিশুদের কমেডি-নাটক| সিরিয়াল সোমবার থেকে শনিবার 9:00 পিএম, আইটি থেকে সম্প্রচারিত হয়।

জী টিভির পরের প্রাইমটাইম ফিকশন শো ভুতু একটি সুন্দর 7-বছর-বয়সী প্রেতাত্মার পীহুকে শ্রোতাদের সাথে পরিচিত হন, যিনি নিজের মৃত্যুর অজান্তে অজ্ঞাত, তার মায়ের খোঁজে আছেন। তাই, পীহু ও তার মায়ের মধ্যে সম্পর্ক শক্তিশালী হয়|

' ভুতুর' শিরোনাম ট্র্যাক জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম চক্রবর্তী দ্বারা রচনা করা হয়েছে| প্রকৃতপক্ষে একটি বাস্তব জীবনের ফ্যান্টাসি দেখা যায় এমন একটি অত্যন্ত প্রয়াসময় জগৎ তৈরি করে, ভুতু দর্শকদের আন্তরিকতায় গেয়ে ওঠে| বাংলা ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর এখন সে পাড়ি দিয়েছে মুম্বই। একই গল্প নিয়ে  সেখানে শুরু হয়েছে হিন্দি ধারাবাহিক। ‘ভুতু’ অর্থাত্ আরশিয়া মুখোপাধ্যায় যার মুখ্য চরিত্রে অভিনয় করছে |

ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও একই রকম জনপ্রিয়তা রয়েছে এই খুদে অভিনেত্রীর। সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ অ্যানিমেশনের মাধ্যমে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন  তাকে | দর্শকরা প্রতি রবিবার সকাল ১০ টায় ‘ভুতু’কে ফের দেখতে পাবেন ওই নির্দিষ্ট চ্যানেলে | তবে অ্যানিমেশনে।  কিন্তু ‘ভুতু’ ফের বাংলায় ফিরছে। তবে সশরীরে নয়।  কার্টুনে ভুতু।